জীবননগর সচেতন ছাত্র সমাজ মাদক মুক্ত সমাজ চাই প্রতিবাদে মানববন্ধন

আল আমিন মোল্লা

আজ সকালে জীবননগর মুক্ত মঞ্চের সামনে তরুণ প্রজন্ম বেধেছে জোট মাদকের বিরুদ্ধে গড়ে তুলবে প্রতিরোধ ছাত্র জনতা লড়বে সোনার বাংলা গড়বে মাদক মুক্ত সমাজ চাই।

জীবননগর সচেতন ছাত্র সমাজ মাদক মুক্ত সমাজ চাই প্রতিবাদে মানববন্ধন করেন এসময় উপস্থিত ছিলেন,

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আল হাসান, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী এআর রাজ, সাংবাদিক আল আমিন মোল্লা চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সর্বকনিষ্ঠ সদস্য , মো: তৌফিকুজ্জামান (শ্রাবণ) , জীবননগর পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক রিমন শাহারিয়া ,

পৌর ছাত্রদলে যুগ্ম আহবায়ক কামরুজ্জামান সিদ্দিকী জয় , পৌর ছাত্রদলের অন্যতম সদস্য মাহফুজুর রহমান , ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সাব্বির হোসেন রিংকু ,

৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শাহিন, সীমান্ত ইউনিয়ন ছাত্রনেতা লিমন , শামিম, রায়পুর ইউনিয়ন ছাত্রনেতা তবিবুর,সচেতন ছাত্র সমাজের অন্যতম শিক্ষার্থী- শিমুল , আলমাছ আনান‌, নাঈম শেখ।

এসময় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের আইনজীবী এ আর রাজ বলেন প্রশাসন আপনারা যা করেছেন না করেছেন এটা ভুলে যান।

মনে রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিভাবে সাইজ করে দিয়েছে এটা মনে রাখবেন মাদকের হপ্তা নিয়ে তাদের পাশে থাকা বন্ধ করুন।

এলাকার প্রত্যেকটা মাদক ব্যবসায়ী সেগুলা আপনারা ভালোভাবেই জানেন মাদক ব্যবসা করে আসছে তাদের তালিকা আপনাদের কাছে আছে।

তাদেরকে সেই তালিকা অনুযায়ী আইনের আওতায় আনতে হবে অন্যথায় ছাত্র-জনতা কিন্তু আপনাদেরকে সহসাই ছাড় দেবে না।

এবং আরো বলেন যারা মাদক ব্যবসা বা চোরা কারবাড়ি করে তাদেরকে দয়া করে কেউ নেতৃত্ব পদে আনবেন না এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে অনেক ভালো ভালো ছাত্র ও জনতা আছে অন্যথায় কোন মাদক ব্যবসায়ীকে দলে আনবেন না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *