December 22, 2024, 6:18 am
ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে “একতাই শক্তি,একতাই বল” নামের একটি নতুন অরাজনৈতিক সেচ্ছাসেবি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে আজ শুক্রবার।
নলছিটি বাস স্ট্যান্ডের শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে তাদের এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা হয়।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে দিপু তালুকদার সহকারী উপদেষ্টা হিসেবে রমজান হোসেন কে এবং সভাপতি হিসেবে মো:গোলাম রাব্বি খলিফা,সাধারণ সম্পাদক হিসেবে রাকিব খানকে দায়িত্ব প্রদান করে প্রায় চল্লিশ সদস্যের কমিটি গঠন করা হয়।
মো:রমজান হোসেনের পরিচালনায় সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম রাব্বি খলিফা,দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন মো:দিপু তালুকদার। এসময় তারা বলেন,আমাদের লক্ষ হলো সমাজের সকল ভালো কাজের সাথে থাকা,সেচ্ছায় শ্রম দিয়ে বিভিন্ন ভালো কাজ করা,তাদের দের কাজের ভিতরে অন্যতম থাকবে গরিব অসহায় মানুষদের সহয়োগিতা করা,রক্তদানে কাজ করা,নগরীর পরিচ্ছন্নতা নিয়ে কাজ করা,দেশের বন্যার্তদের উদ্ধার,ত্রান-সাহায্য সহ দেশের কল্যানে কাজ করা।এছাড়াও শিক্ষায় গতিশীলতা বাড়াতেও তাদের কার্যক্রম থাকবে। এর মধ্যে প্রতিটি স্কুলে কুইজ প্রতিযোগিতার আয়োজন,স্কুলের আাঙিনায় গাছ লাগানো সহ অন্যান্য কো কারিকুলাম এক্টিভিটির মাধ্যমে দ্রুতই তাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলেও জানান বক্তারা।