সুন্দরগঞ্জে স্কুল ভাংচুরের প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলন

মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় স্কুলে অতর্কিত  হামলা করে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকগণ।

বুধবার দুপুরে উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে নতুন দুলাল ভরাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ সংবাদ সম্মেলন করেন। এ সময় সিনিয়র সহকারি শিক্ষক আশরাফ আলী লিখিত বক্তব্যে বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম স্কুলের জরুরী কাজে ঢাকায় অবস্থান করছেন। সেই সুবাদে ভুয়া সনদধারী প্রধান শিক্ষক দাবীদার জাহিনুর বেগমের ভাড়াটিয়ে লোকজন অতর্কিতভাবে ১০/০৯/২৪ তারিখে দুপুরে স্কুলে প্রবেশ করে চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভাংচুর করে। পাশাপাশি অন্যান্য শিক্ষক কর্মচারীকে অবরুদ্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ ভয় ভীতি দেখিয়ে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। সেই সাথে জাহিনুর বেগমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে চেয়ারে বসানোর জোর প্রচেষ্টা চালায়। বিষয়টি ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ৯৯৯ এ ফোন করে প্রশাসনের সহায়তা চেয়ে ব্যর্থ হন। একপর্যায়ে তাদের এহেন আচরণ ও প্রাণনাশের হুমকির কারণে আমরা সাদা কাগজে স্বাক্ষর দিতে বাধ্য হই। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষকগণ উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *