ময়মনসিংহে রওশন ও মোস্তাকিম বিল্লাহ ফারুকীকে আসামী করে মামলা

স্টাফ রিপোর্টার
গত ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ১৪৯-ময়মনসিংহ- ৪ সদর আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর কুড়ে ঘর প্রতীকের প্রার্থীকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক প্রার্থীতা প্রত্যাহারে বাধ্য করার অভিযোগে ১৪৯-ময়মনসিংহ- ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালনকারী সাবেক জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীকে অভিযুক্ত করে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পি বি আই কে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর মনোনীত প্রার্থী খালেদুজ্জামান পারভেজ বুলবুল সাংবাদিকদের জানান-গত ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণ করতে আমি নয়াপ এর মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম প্রতীক বরাদ্ধের দিন পর্যন্ত আমি আমার দলীয় প্রতীক কুড়েঘর নিয়ে নির্বাচনী মাঠে ছিলাম। প্রতীক বরাদ্ধের দিন বিকেলে আমি আমার বাসার সামনে অবস্থান করছিলাম হঠাৎ ১০/ ১২ জন সাদা পোশাক পরিহিত লোক আমাকে বলে ডিসি সাহেব (তৎকালীন জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী) আপনাকে ডাকছে। আমি কারণ জানতে চাইলে তারা বললো ডিসি স্যারই আপনাকে বলবে। আমি ডিসির সামনে গেলে আমাকে প্রার্থীতা প্রত্যাহার করতে বলেন,এরই মাঝে আমার সম্মুখে রওশন এরশাদ এর সাথে ফোনে কথক বলেন। আমি প্রত্যাহার করতে অস্বীকৃতি জানালে আমাকে জোর-জবরদস্তি করে মৃত্যু ভয় দেখিয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে বাধ্য করা হয়। পরে সে সময় আমি ন্যায় বিচার পাবো না বলে আদালতের দারস্থ হইনি। আমি আশা করছি বর্তমান
সরকার আমাকে ন্যায় বিচার উপহার দিবেন।

এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহের সাথে যোগাযোগ করলে পুলিশ সুপার (পিবিআই) জানান- মামলার কাগজ পত্র এখনো হাতে পাইনি, তবে কাগজ পত্র হাতে পেলেই মামলার অগ্রগতি সম্পর্কে জানানো হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *