December 30, 2024, 5:13 pm
কে এম সোহেব জুয়েল ঃ বাবুগঞ্জে পালাক্রমে শিশু ধর্ষনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামে। ৮ সেপ্টেম্বর রবিবার এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানাগেছে, ধর্ষিতা স্কুল ছাত্রী বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ গ্রামের ৩ নং কয়াদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মিত দ্বিতীয় শ্রেনীর মেধাবী ছাত্রী।
৮ সেপ্টেম্বর প্রতিদিনের ন্যায় বিদ্যা শিক্ষার জন্য বাড়ি থেকে স্কুলে যায় ওই ছাত্রী। স্কুল ছুটির শেষে বাড়ি ফেরার পথে একই ইউনিয়নের ব্রাম্মনদিয়া গ্রামের বাবুল বেপারির পুত্র বখাটে ফারদিন (রুবাই) ১৮ ও একই বাড়ির হালিম বেপারীর পুত্র বখাটে শাহিন বেপারী ১৭ ওই দিন বেলা ১ টার দিকে স্কুল ছাত্রীর পিছু লেগে তার (স্কুল ছাত্রীর) গতিরোধ করে হাত ধরে টেনে হেচরে ব্রাম্মনদিয়া গ্রামের মুন্সি বাড়ির মোঃ মোস্তফা ডাক্তারের মরিচ খেতের মধ্য নিয়ে মুখের ভিতরে লতা পাতা ঢুকিয়ে ওই স্কুল ছাত্রীকে উলঙ্গ করে তার ইচ্ছার বিরুদ্ধে পালা ক্রমে ধর্ষন করেন ধর্ষক ফারদিন(রুবাই) ও একই বাড়ির চাচাতো ভাই শাহীন।
ফলে স্কুল ছাত্রী অচেতন হয়ে পরলে ধর্ষক ফারদিন ও শাহীন স্কুল ছাত্রীর শরীরে পানির ছিটা দেয় তার ফলে তিনি (স্কুল ছাত্রী) সজাগ হয়ে নিজকে উলঙ্গ অবস্থা দেখতে পেয়ে কাপর চোপর পরে দ্রুত নিজ বাড়িতে যায় ওই ধর্ষিতা স্কুল ছাত্রী।
এবং ধর্ষক রুবাই ও শাহীনকে দ্রুত চলে যেতে দেখতে পায় তিনি। এ ঘটনা তার মাকে জানালে তিনি তার মেয়ের অসুস্থতা দেখে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের অবস্থার অবনতি দেখতে পেয়ে ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে মামলা ও পারিবারিক সুত্রে জানাগেছে।
এ ঘটনায় ৯ সেপ্টেম্বর ২০২৪ ইং ধর্ষিতার পিতা বাদি হয়ে নাড়ি ও শিশু নির্যাতন আইন ২০০০ সংশোধন ২০২০ (৯) ৩ ধারায় বাবুগঞ্জ থানায় মামলা করেন। মামলা নং – ৪ /৯ – ২০২৪ ইং।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের সর্ব মহলে ধর্ষক ফারদিন ও ধর্ষক শাহীনকে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেছেন স্কুল ছাত্রী ধর্ষিতার পরিবার ও সচেতন মহলের লোকজন।