December 21, 2024, 2:40 pm
আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের মধুপুর পৌর শহরের ৭ নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ নং ওয়ার্ড শাখার আয়োজনে শনিবার ৭ সেপ্টেম্বর বিকেলে মধুপুর শহীদ স্মৃতি কলেজ মাঠে মধুপুর পৌর সভার জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ রিজোয়ানুল্লাহ খান এর সভাপতিত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা কর্মপরিষদের যুব ও ক্রিড়া সম্পাদক মাওলানা মো.বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর ও ধনবাড়ী উপজেলার সাবেক আমীর মধুপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোন্তাজ আলী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমান,, মধুপুর পৌরসভার সাারণ সম্পাদক মাওলানা মো. আবু সাঈদ, পৌরসভার কর্মপরিষদ সদস্য মাও,হাফিজুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ সহ ৭ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মী ও সমর্থক গন উপস্থিত ছিলেন।