গৌরনদীতে শিক্ষক নিয়োগ বানিজ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কে এম সোহেব জুয়েল ঃ গৌরনদীতে অর্থের বিনিময়ে অযোগ্য ব্যাক্তিকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বাতিল সহ প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের একাধিক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে একদফা পদত্যাগের দাবিতে ৮ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের চন্দ্রহার কৈলাশচন্দ্র – রামের চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ওই বিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী ও অভিভাবক সদস্যরা।

দুই ঘন্টার অধিক সময়ের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী ও অভিভাবক সহ স্হানীয়রা বলেন,শিক্ষক নিয়োগের বেলায় প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকের গঠিত শ্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দূর্নীতিবাজ পকেট কমেটি নিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে অযোগ্য শিক্ষককে পাশ করিয়ে শিক্ষাঙ্গনে যোগদান করানোর প্রতিবাদ সহ প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের বিদ্যালয়ে নানান অপকর্ম ও দূর্নীতির কথা তুলে ধরে অসৎ উপায় নিয়োগকৃত অযোগ্য সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ অতিদ্রুত বাতিল সহ তারি সাথে প্রধান শিক্ষক মোঃ আবুবকর সিদ্দিকের দূর্নীতি ও অনিয়মের প্রতিবাদ জানিয়ে তার (আবুবকরের) পদতাগের একদফা দাবি জানিয়েছেন ছাত্র ও অভিভাবকেরা।

এ বিষয় প্রধান শিক্ষক আবুবকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি (আবুবকর) বলেন, নিয়ম তান্ত্রিক ভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছেন তিনি। কোন অনিয়মে জড়িত নন তিনি।

অপর দিকে সহকারি প্রধান শিক্ষক প্রতাপ চন্দ্র হালদার বলেন, যথাযথ নিয়ম মেনে পরীক্ষা দিয়ে সর্বচ্ছ ফলাফলে উর্তীন্ন হয়ে চাকুরীতে যোগদান করেছেন তিনি।

স্হানীয় অনেকের মধ্যে ইহক কচিং সেন্টারের মালিক এস এম আলাউদ্দিন বলেন, শেখহাসিনার স্বৈরশাসনের সময় গঠিত পকেট কমেটি ও প্রধান শিক্ষক মোঃ আবুবকরের যোগসাজশে মোটা অংকের অর্থের বিনিময়ে সহকারী প্রধান শিকক প্রতাপ চন্দ্র হালদারকে নিয়োগ করা হয়েছে। এ নিয়োগ বাতিল সহ প্রধান শিক্ষক আবুবকরের দূর্নীতি ও অনিয়মের তদন্ত সাপেক্ষ প্রয়োজনিয় ব্যাবস্হা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি (আলাউদ্দিন) ও এলাকার সচেতন মহলের লোকজন সহ ওই বিদ্যা
লয়ের শিক্ষার্থীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *