জাকিরুল ইসলাম, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ইমাম ও খতীবদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল ইসলামের সভাপতিত্বে এবং দাউদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর লুৎফর রহমানের সঞ্চালনায় ইমাম ও খতীব সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা পেশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর মুহাদ্দিস ড. এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার ওলামা বিভাগের আমির মাওলানা আবুল কাশেম, নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নজরুল ইসলাম, জেলা তালিমুল কোরআনের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।
Leave a Reply