কাল‌কি‌নি‌তে অ‌বৈধ‌ ড্রেজা‌রের বিরু‌দ্ধে অ‌ভিযান

মো:মিজানুর রহমান,কালাকিনি প্রতিনিধি/
মাদারীপু‌রের কাল‌কি‌নি উপ‌জেলার খাসেরহাটের নিকটবর্তী আড়িয়াল খা নদীতে শ‌নিবার ৭সে‌প্টেম্বর সকা‌লে অভিযান করে নদীর সাথে সংযুক্ত লক্ষীপুর কাচিকাটা খালে ২ টা ড্রেজার মেশিন পাওয়া যায়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উক্ত ড্রেজার মেশিন ২টির ইঞ্জিন বিকল করা হয় এবং ইঞ্জিন পরিচালনায় ব্যবহৃত ২ টি ব্যাটারী জব্দ করা হয়।

এ সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবা ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *