December 22, 2024, 6:05 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
বিটিএ পাবনা জেলা শাখার সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক ফজলুল হক নির্বাচিত সুজানগর এন এ কলেজের সভাপতি হলেন শহিদুর রহমান সুজানগরে ফসলি জমিতে ইটভাটা,হুমকির মুখে আবাদ ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বেসিক জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ শুরু তানোরে হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রতিবাদ সভা তানোরে জামায়াতের স্মরণকালের সর্ববৃহৎ কর্মী সভা দুর্বার তারুণ্যের বংকিরার পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গুড়ি গুড়ি বৃষ্টিতে পাইকগাছার জনজীবন বিপর্যস্ত খ্রিস্টধর্মাবলম্বীদে বড় দিন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলায় খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ
নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহ*ত,আহত ১

নাগরপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণধোলাইয়ে ঘাতক নিহ*ত,আহত ১

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মাদক নিয়ে দ্বন্দ্বে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে এক মাদক সেবী। পরে জনতার গণধোলাইয়ে নিহত হয়েছে ওই ঘাতক। এ ঘটনায় আরেকজন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের ধুবড়িয়া পূর্বপাড়া (কাতার মার্কেট) নামক এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের মৃত ফজর আলীর ছেলে আঃ ছাত্তার (৫০), মুকুল মিয়ার ছেলে আসাদুল(২৮) এবং বাসি মিয়ার ছেলে ঘাতক মোঃ তালেব (২৫)।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন ট্রিপল মার্ডারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, ধুবড়িয়া গ্রামের মুকুল মিয়ার ছেলে মাদকাসক্ত আসাদুল স্থানীয় কাতার মাকের্ট এর সামনে একটি চায়ের দোকানে চা পান করছিল এ সময় একই গ্রামের বাসি মিয়ার ছেলে আরেক মাদকাসক্ত মোঃ তালেব ঘটনা স্থলে এসে আসাদুলের সাথে কথা কাঁটাকাটি হয়। এক পর্যায়ে তালেব ধারালো ছেনি দিয়ে আসাদুলকে উপুর্যপুরী কুপাতে থাকে। এ সময় আসাদুলের চাচা আঃ ছাত্তার বাধা দিলে তাকেও উপুর্যপুরী আঘাত করে। এ সময় প্রত্যক্ষ দর্শী আজমল মিয়া এগিয়ে এলে তাকেও মেরে আহত করে। স্থানীদের সহযোগিতায় স্বজনরা আঃ ছাত্তার,আসাদুল এবং আজমলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে  নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক চাচা আঃ ছাত্তার ও ভাতিজা আসাদুলকে মৃত ঘোষনা করেন। আহত আজমলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে চাচা-ভাতিজার মৃত্যর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক তালেব কে ঘটনা স্থলে একটা খুটির সাথে বেধে গণপিটুনি দিয়ে তাকেও হত্যা করে।

 এ প্রসঙ্গে জানতে চাইলে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন মুঠো ফোনে জানান, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত কারা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

নাগরপুর,টাঙ্গাইল।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD