January 15, 2025, 1:37 pm
মো. আরিফ রববানীঃ
ময়মনসিংহের ফুলপুরে মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীরা।দীন এসময় তারা অধ্যক্ষের বিভিন্ন অনিয়ম – দুর্নীতির তদন্ত পুর্বক শাস্তির দাবি করেন।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত মিছিলটি মাদরাসা ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় কলেজ রোড ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে ‘এক দফা এক দাবি, অধ্যক্ষের পদত্যাগ চাই’ এরকম স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক তাদেরকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডেকে নেন এবং তাদের বক্তব্য শোনেন। এসময় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে অধ্যক্ষ কর্তৃক বিভিন্ন নির্যাতন ও অনিয়ম দুর্নীতির তথ্য তুলে ধরে অধ্যক্ষ শাহ তাফাজ্জল হোসেনের পদত্যাগ দাবি করেন।
এর আগে গত মঙ্গলবার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ কেলেংকারী, শারীরিক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগ এনে বিচারের দাবিতে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মুহাম্মদ শফীকুল ইসলামসহ ৪১ জন শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী স্ব-শরীরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে ইউএনও’র নিকট একটি লিখিত অভিযোগ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার ও একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধরের নিকট অভিযোগের অনুলিপি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার উপদেশ দিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, তোমাদের অভিযোগগুলো আমরা শুনলাম। তোমরা আইন নিজের হাতে তুলে নাওনি। প্রশাসনের দ্বারস্থ হয়েছ। এজন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে নিশ্চিত থাক। তোমাদের অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য অতি সত্তর একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া উনার বিরুদ্ধে শিক্ষকদেরও অভিযোগ রয়েছে। তদন্ত কমিটির পক্ষ থেকে এসব রিপোর্ট পেলে আমরা উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করবো। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।