বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত্যদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত্যদের মাঝে সহযোগিতায় শেয়ার ট্রাস্ট, সুন্দরবন কোলিশন, ম্যানটোরিং সংস্থা জাগো নারী, বাস্তবায়নে রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা, সিবিডিবি, ঈশানা নারী ফাউন্ডেশন, বড়বগী,নিশান বাড়িয়া,ও পঁচাকোরালিয়া ৩ টি ইউনিয়নের আর্থিক সহায়তা প্রদান করা হয় ০২ সেপ্টেম্বর রোজ সোমবার তালতলী জাগোনারী কার্যালয়ের রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক মি:মংচিন থান এর সভাপতিত্বে ২৩৪ জনকে ৬০০০ টাকা করে মোট ১৪০৪০০০ চৌদ্দ লক্ষ চার হাজার টাকা মোবাইল ব্যাংকিং নগদ এর মাধ্যমে প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবন কোয়ালিশন জাগোনারী টেকনিক্যাল ম্যানেজার দেবাশীষ কর্মকার,সুন্দরবন কোয়ালিশন জাগো নারী হিসাব রক্ষক মি:বিদ্যুৎ দাস, জাগো নারী রাইট টু গো ম্যানেজার মো :মনিরুজ্জামান নান্নু, আর এসডিও সিনিয়র ভলান্টিয়ার মি:মংথানচো জোজো ও ঈশানা নারী ফাউন্ডেশন সিনিয়র ভলান্টিয়ার মো:হুমায়ুন কবির সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *