বন্যাকবলিত মানুষের পাশে খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখা

মোঃতরিকুল ইসলাম তরুন, কুমিল্লা থেকে, খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে বন্যাকবলিত মানুষের কাছে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্যে উপজেলা সহ সভাপতি মাও দেলোয়ার হোসেন সাইফী ও উপজেলা সেক্রেটারী মুফতী সৈয়দ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম ভারি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ উপহার নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস দাউদকান্দি উপজেলা সভাপতি মাও মোহাম্মদ ইসমাইল, মেহমান হিসেবে উপস্থিত থেকে দোয়া পরিচালনা করেন দাউদকান্দির কৃতি সন্তান খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি মাও সৈয়দ আব্দুল কাদের জামাল,এসময় অন্যান্য নেতৃবিন্দ উপস্থিত ছিলেন, নেতৃবৃন্দ জানান ইতি মধ্যে খেলাফত মজলিস কুমিল্লা জোন কুমিল্লার বন্যাকবলিত প্রতিটি উপজেলায় এবং ফেনী ও নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত দের মাঝে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *