January 15, 2025, 6:22 am
হেলাল শেখঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় ভাংচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত সাভার প্রেসক্লাব পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ঢাকা জেলা উত্তরের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব সহকর্মী সাংবাদিকদের নিয়ে জামায়াতে ইসলামী প্রতিনিধি দলকে ক্ষতিগ্রস্ত প্রেসক্লাব ঘুরে দেখান।
এসময় জামায়াতের উত্তরের আমীর আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত প্রেসক্লাবের উন্নয়নে ৫০ হাজার টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন। এছাড়াও তিনি সাভার প্রেসক্লাবের অফিস সহকারী পুলিশের গুলিতে আহত মঞ্জয়কে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা দান করেন।
জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তরের আমীর আফজাল হোসেন, জামায়াতের ঢাকা জেলা উত্তর সেক্রেটারী শাহাদত হোসেন, ঢাকা জেলা উত্তরের রাজনৈতিক সেক্রেটারী হাসান মাহ্বুব মাস্টার, জামায়াতের ঢাকা জেলা উত্তরের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, সাভার থানা আমীর আব্দুল কাদের ও পৌর আমীর আব্দুল আজিজসহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মীগণ।