বন্যা দূর্গত এলাকায় বাগআঁচড়া বন্ধু মহলের ত্রান বিতরণ

আজিজুল ইসলাম,যশোরঃ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা?

এই প্রতিপাদ্য কে সামনে রেখে বন্য দূর্গত এলাকায় ত্রান বিতরণ করেছে, যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বন্ধু মহল নামের একটি স্বেচ্ছাসেবী নামের একটি সংগঠন ।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার, ফেনীর ছাগলনাইয়া উপজেলার ৭৯০ টি পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করার উদ্দেশ্য নিয়ে রওনা দেন তারা।

নাজমুল রেজা মোল্লা,মতিউর রহমান,ইদ্রিস আলী পলাশ, সাইফুল ইসলাম ও রাকিব বাগআঁচড়া বন্ধু মহল নামে এই সংগঠনটির নেতৃত্ব দেন।

প্রতিটি পরিবারকে ২ কেজি চাউল,২ কেজি চিড়া,২ প্যাকেট মুড়ি,৫০০ গ্রাম গুড়,৫০০ গ্রাম চিনি ২৫০ গ্রাম খেজুর,৬ প্যাকেট বিস্কিট,২ টি সাবান, ২ প্যাকেট গুড়া দুধ,১ প্যাকেট স্যানেটারি ন্যাপকিন,১ ডজন মোমবাতি,১ প্যাকেট মশার কয়েল,১ বোতল সরিষার তেল,১ টি গ্যাস লাইটার,১ পাতা নাপা ট্যাবলেট, ১ টি নাপা সিরাপ, ১ পাতা মেট্রিল ট্যাবলেট,১ টি মেট্রিল সিরাপ,১ পাতা জোরেল ট্যাবলেট,৮ প্যাকেট স্যালাইন, ১ টি দুই লিটারের পানির বোতল, ও ৫০০গ্রাম সোয়াবিন তেল প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *