ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
ঝালকাঠির নলছিটিতে পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের দাড়ে দাড়ে ঘুরছেন এক ব্যবসায়ী ও একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য । মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সেনা সদস্য মোঃ আবদুল ওয়াদুদ খান ও ব্যবসায়ী খোকন খান।
তারা জানান ব্যবসায়িক কাজের কথা বলে চেকের বিপরীতে টাকা ধার নিয়ে তাদের সাথে প্রতারণা করেছেন নলছিটি উপজেলার পৌর এলাকার নান্দিকাঠি গ্রামের আনোয়ার মাষ্টারের ছেলে মো. তরিকুল ইসলাম ওরফে মামুন।
লিখিত বক্তব্যে তারা আরও জানান, বছর খানেক আগে খোকন খানের কাছ থেকে ব্যবসার জন্য ১০ লক্ষ টাকা ও আবদুল ওয়াদুদ খানের কাছ থেকে ৩০ লক্ষ টাকার চেক দিয়ে নগদ টাকা ধার নেন মামুন।কিন্তু একাধিক বার তাগাদা দিয়েও সে পাওনা টাকা পরিশোধ করতে সক্ষম হয়নি পরে তার দেওয়া চেক নিয়ে ব্যাংকে গেলে তা ডিজঅনার হয়।
পরবর্তীতে তার বিরুদ্ধে ঝালকাঠি বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে পাওণা টাকা ফেরতসহ তার এক বছরের কারাদণ্ড প্রদান করে আদালত । কিন্তু তরিকুল ইসলাম পলাতক থাকায় টাকা আদায় করা সম্ভব হচ্ছে না । ভুক্তভোগীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে প্রশাসনের জোড়ালো সহায়তার আবেদন করেছেন।
তবে এ ব্যাপারে অভিযুক্ত তরিকুল ইসলাম মামুনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বেশ কয়েকটি মুঠোফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
Leave a Reply