সুনামগঞ্জের লালপুরে ২৩’শ ঘনফুট বালু ভর্তি ৩টি নৌকাসহ গ্রেফতার-৩

কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ সদর থানাধীন লালপুর ব্রিজের দক্ষিণ পাশের নদীর পাড়ে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৩টি স্টিল বডি নৌকা স্থানীয় লোকজন আটক করে। এই সংবাদ পেয়ে আজ রবিবার (১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) দুপুর সোয়া ২টার দিকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই অলক দাশ ও সদর থানার এসআই সাইফুল ইসলাম। সেখানে তারা স্থানীয় জনসাধারণ কর্তৃক আটককৃত ৩ জন আসামিকে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার কাটাখালি গ্রামের মোঃ ইলিয়াছ (৩১), শাহ্পুর গ্রামের শেখ ইয়াসিন (২৮) এবং একই গ্রামের মোঃ ফজলু আমিন (৩২)। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ২৩’শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৩টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ২৪ লক্ষ ৯২ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *