রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী) –
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে বন্যার পানিতে নৌকা চালাতে গিয়ে নৌকা উল্টে পানিতে ডুবে মো. রাজন (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় রাজনের মামাতো বোন কানকিরহাট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী লাবিবা (১৮), ও মামাতো ভাই, স্থানীয় উত্তর শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র রিয়াদ (১১) পানিতে ডুবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে । ঘটনাটি ঘটে ৩১ আগষ্ট বিকেলে। নিহত রাজন কাবিলপুর গ্রামের মো. হাবিব উল্যার পুত্র, সে বি-বাড়িয়া জেলার আখাউয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।খবর পেয়ে সেনবাগ ফায়ার সার্ভিসের কর্মীগন স্থানীয় লোকজনেরন সহযোগিতায় বিপদগ্রস্ত রাজন, রিয়াদ ও লাবিবাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাজনকে মৃত ঘোষনা করেন। এদিকে তার মামাতো বোন লাবিবা”র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো করা হয় ।
সেনবাগে বন্যার পানিতে নৌকা ডুবে কলেজ ছাত্রের মৃ*ত্যূ

Leave a Reply