কে এম শহীদুল সুনামগঞ্জ:
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মোঃ মাসুদ রানা বিশ্বাস সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১’শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ২টি নৌকাসহ ২ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন সুনামগঞ্জ সদর থানার সৈয়দপুর (চলতি নদীরপাড়) গ্রামের নজরুল ইসলাম (৪০) এবং বিশ্বম্ভরপুর থানার ভাতেরটেক (উত্তরপাড়া) গ্রামের মোঃ আব্দুল করিম মিয়া (৩৫)। গতকাল শনিবার ৩১ আগস্ট ২০২৪ইং দুপুর পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন লালপুর ব্রীজের পশ্চিম পাশে গজারিয়া নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১১’শ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও স্টিলবডি নৌকার আনুমানিক মূল্য ৮ লক্ষ ৪৪ হাজার টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##
সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে বালু ভর্তি ২টি নৌকাসহ গ্রেফতার-২

Leave a Reply