December 30, 2024, 5:13 pm
ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
টাঙ্গাইলের ঘাটাইলে বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে নিহত এবং সম্প্রতি বন্যায় নিহতদের স্মরণে পতাকা উত্তোলণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় ঘাটাইল পৌর সদরের রীর ঘাটাইল এলকায় পতাকা উত্তোলণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঘাটাইল উপজেলা সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সেনের উপদেষ্ঠা সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, প্রধান বক্তা জাতীয় নির্বাহী কমিটি সদস্য মোঃ মাইনুল ইসলাম।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঘাটাইল পৌর সভার সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা,সাবেক ছাত্র নেতা শামীম মিয়া, পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন শামীম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল,উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ আফজাল হোসেন,পৌর যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফ সিদ্দিকী, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ সাগর, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক খুররম মাসুদ সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসানুজ্জামান তরুনসহ উপজেলা বিএনপি, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।