আত্রাইয়ে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:
দীর্ঘ ৩৬ বছরের শিক্ষকতা পেশার অবসান ঘটিয়ে আত্রাই উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিদায় নিয়ে অবসরে গেলেন বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০২৪ সালের উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান জনাব মোঃ এমদাদুল হক সরকার।

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মা’র যেমন অবদান রয়েছে তেমনি শিক্ষকেরও বৃহৎ ভূমিকা রয়েছে। জীবনে চলার পথে শিক্ষকদের আশীর্বাদ আমাদের খুবই প্রয়োজন।।
বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক সরকারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীরা যোগদান করেন বিদায়ী সংবর্ধনা জানানোর জন্য।

এ সময় উপস্থিত ছিলেন প্রতিভা কিন্টার গার্ডেন স্কুল এর পরিচালক ও কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।।
আনুষ্ঠানিকতা শেষে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা মিলে সাবেক প্রধান শিক্ষক মহোদয়কে তার নিজ বাসভবনে পৌঁছে দেন।

আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *