ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল নিক্ষেপ বিজিবি’র প্রতিবাদ

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় মর্টারসেল পাওয়া গেছে। ৩১ আগষ্ট শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার লড়াইঘাট গ্রামের একটি সীম ক্ষেতে পড়ে ছিল। ভারতীয় সীমান্তরক্ষি বিএসএফ গত ১৬ আগস্ট রাত ১০ টার দিকে এই মর্টাারসেলটি নিক্ষেপ করতে তা বাংলাদেশের মধ্যে এসে পড়ে। লড়াইঘাট গ্রামের বাসিন্দরা জানান, স্থানীয় বিজিবি ক্যাম্প থেকে প্রায় এক কিলোমিটার দুরে বিকট শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের উৎস জানতে না পারায় বিষয়টি স্বাভাবিক ভাবে নিয়েছিলো এলাকাবাসী। শনিবার সকালে ওই গ্রামের কৃষক নজরুল ইসলাম নাজু তার সীম ক্ষেতে গিয়ে মর্টারসেলটি দেখতে পেয়ে মহেশপুর ৫৮ বিজিবিকে খবর দেয়। বিজিবি খবর পেয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। কৃষক নাজু জানান, ১৬ আগষ্ট বিকট শব্দের পাশাপাশি প্রচন্ড আলো ছড়িয়ে পড়েছিল। কিন্তু উৎস জানতে না পারায় আমরা এতোদিন গুরুত্ব দিইনি। কিন্তু শনিবার সকালে মাঠে গিয়ে মর্টারসেল দেখতে পাই। এ ব্যাপারে খালিশপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর মোল্লা ওবায়দুর রহমান জানান, মর্টারসেল পাওয়ার পরপরই ভারতীয় সীমান্তরক্ষীদের কাজে প্রতিবাদ পাঠানো হয়েছে। সেই সাথে পতাকা বৈঠকের আয়াজন করা হয়েছে। তিনি জানান, ঢাকা থেকে বোম্ব ডিস্পোজাল ইউনিট এসে মর্টার সেলটি নিস্ক্রিয় করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *