December 21, 2024, 5:14 pm
খাইরুল ইসলাম মুন্না বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বৃহস্পতিবার ২৯ আগস্ট সকাল ৯.৩০ মিনিটে জাগোনারী প্রশিক্ষণ কেন্দ্রে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলা যুব ফোরামের ৩ দিন ব্যাপি সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে স্বাগত বক্তব্য ও উদ্বোধন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক জনাব চিত্তরঞ্জন শীল। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ শামীম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও লোকবেতারের পরিচালক জনাব মনির হোসেন কামাল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক মাহবুবুর রহমান অভি। প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তর আস্থা প্রকল্পের সমন্বয়কারী রাবেয়া বসরী ও আস্থা প্রকল্প ক্লাস্টার ১ এর মনিটরিং এন্ড লার্নিং অফিসার রিসাত রওশন। প্রশিক্ষণে বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ৩০ জন যুব সদস্য অংশগ্রহন করেন।
এই প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা,মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে। প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান, ফিল্ড অফিসার কোহিনুর বেগম ও আবিদা সুলতানা।