মাদক মামলায় দুজনের ফাঁসি

পোরশা থানা প্রতিনিধিঃ- মোঃ তোফাজ্জল হোসেন

মাদক মামলায় নওগাঁয় দুই ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া আসামি লিটন মিয়া চাঁপাইনবাবগঞ্জ জেলার চরবাগাডাঙ্গা গ্রামের মনতাজ আলীর ছেলে। অন্য আসামি ইউসুফ আলী একই জেলার চরবাদডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

২০২৩ সালের ১৮ আগস্ট আসামিরা একটি ট্রাকে টরে লুকিয়ে নওগাঁর পত্নীতলা উপজেলার সরাইডাঙ্গা এলাকা দিয়ে মাদক চোরাচালান করছিল।
এসময় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ৭০০ গ্রাম ওজনের হেরোইনসহ তাদের দুজনকে আটক করে। এ ঘটনায় পত্নীতলা থানায় একটি মামলা করে র‌্যাব।
পরে আদালতে সাক্ষ্য প্রমাণ গ্রহণ ও বিচার কার্য সম্পন্ন হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *