রাসেল শেখ,
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলায় স্বামীর সাথে অভিমান করে শ্রীমতী শিল্পী সাহা (৩৩) নামে এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বেগমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শ্রীমতী শিল্পী সাহা পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশি গ্রামের শ্রী রাজীব বাবু স্ত্রী। সে বর্তমানে বেগমপুর গ্রামের স্থানীয় জামাল উদ্দিনের বাড়িতে স্বামীর সঙ্গে ভাড়া থাকতেন।
জানা গেছে, নিহতের স্বামী জামাল উদ্দিনের বাড়িতে বসবাস থেকে শ্রীপুর উপজেলার মাস্টার বাড়ি এলাকায় গ্রেট ওয়ান কোম্পানিতে চাকরি করতেন। এ সময় তাদের মধ্যে প্রায় সময় ঝগড়া ঝাটি হতো। বুধবার দুপুর দিকে স্বামীর সাথে ঝগড়া হয়। পরে স্বামী বাইরে চলে গেলে ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
এ সময় তার স্বামী টের পেয়ে বাসার আশপাশের লোকজনদের সহায়তা নিয়ে ঘরের দরজা ভেঙ্গে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তাদের পারিবারিক জীবনে ১১ মাস বয়সের একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে জয়দেবপুর থানার এসআই রায়হান জানান, নিহতের পরিবারের সজনরা গ্রামের বাড়ি থেকে আসতেছে। আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply