পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দরিয়া খেকিডাঙ্গী গ্রামের তাজিন আক্তার (২২) নামের এক গৃহবধুকে স্বামী ও পরিবারের লোকজন হত্যা করে লাশ ফাঁশিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলন করেন ভিকটিমের ভাই জাকির।
গতকাল মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ভিকটিমের ভাই জাকির সংবাদ সম্মেলনে লিখিত ভাবে জানায়, গত ২৩ আগষ্ট বেলা অনুমান ৩টার সময় তার ভগ্নিপতি জুয়েল রানা মোবাইল ফোনে তার ছোট ভাইকে খবর দেয় যে, তার বোন তাজিন গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে বাদী ও আত্মীয় স্বজন দ্রুত তার বোন তাজিনের বাসায় যায় এবং দেখতে পায় যে, বাড়ীর শয়ন ঘরে পাশে^ বেলকনীতে লোহার এঙ্গেলের সহিত ওড়না দিয়ে ফাস লাগানো অবস্থায় তাজিন আক্তারের লাশ জুলছে। তবে লাশের পা মাটির সাথে লেগে থাকায় ও মাথা ওড়না দিয়ে ঢাকা থাকায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ নামিয়ে সুরতহাল রিপোট প্রস্তুত করে। এ সময় বাদী তার লোকজন মৃত তাজিন আক্তারের শরীরে জখমের চিহ্ন দেখতে পায় বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ঘটনার বিষয়ে বিধিমোতাবেক একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। লাশ ময়না তদন্ত করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এন এন রানা
পীরগঞ্জ ঠাকুরগাঁও

Leave a Reply