মো: হুমায়ুন কবির, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার জেলার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতি গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে তোফাজ্জল।
জানা যায়, বৈষম্যেরবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ৪ জুলাই ভালুকার জৈনা বাজার এলাকা থেকে ছাত্র আন্দোলনে যোগদেন তোফাজ্জল। পরবর্তীতে বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে দূর্রত্তরা তাকে মিছিল থেকে ধরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান পা বিচ্ছিন্ন করে দেয়। পরে শ্রীপুর উপজেলা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত বলে ঘোষনা করেন।
সেখান থেকে ৫ জুলাই সন্ধ্যার আগে তার মরদেহ আনা হয় গ্রামের বাড়ি কেন্দুয়ার পিজাহাতি গ্রামে এবং নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে নিহত তোফাজ্জল হোসেনের কবর জিয়ারত করেছেন জেলা বিএনপি নেতা ও কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল।
এসময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা ও ইউনিয়ন বিএনপির শতাধিক নেতাকর্মী।
মো: হুমায়ুন কবির কেন্দুয়া নেত্রকোনা থেকে।।
০১৭১৬৩১৩৩৪৬

Leave a Reply