নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান

এম এ আলিম রিপনঃ নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসায় নাজেরা সমাপ্ত ছাত্রদের হিফজের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী-শুকচর,বাকছীডাঙ্গী(আংশিক)নতুন গোহাইলবাড়ী ও ভাদুররিয়াডাঙ্গী গোরস্থান সংলগ্ন নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে হিফজের সবক প্রদান করেন অত্র মাদ্রাসার মুহতামিম ও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক হাফেজ মাওলানা ইলিয়াস ইবাহিম, হাফেজ মাওলানা আব্দুল আহাদ উপস্থিত ছিলেন। হিফজের সবক প্রদান অনুষ্ঠানে অত্র মাদ্রাসার মুহতামিম ও সুজানগর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ¦ হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম শিক্ষার্থীদের নানাবিধ দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি তিনি বলেন, কিয়ামতের দিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেলেও একমাত্র অক্ষুন্ন থাকবে মহাগ্রন্থ আল কুরআন। আর যারা সন্তানকে এই কুরআনের হাফেজ বানাবে তাদের মত ভাগ্যবান আর কেউ হতে পারবে না । অনুষ্ঠানে হিফজের সবক নেওয়া শিক্ষার্থীদের অভিভাবকরা বলেন, আজ আমাদের খুব আনন্দ লাগছে,কারণ তারা নাজেরা পর্ব শেষ করে হিফজের সবক শুরু করেছে। আমাদের বিশ^াস এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা একদিন সমাজ ও দেশ আলোকিত করবে। নূরে মদীনা হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারী ও সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ.টি.এম শামসুজ্জামান ডন জানান, মনোরম পরিবেশে ও অত্যাধুনিক হিফজখানা নূরে মদীনা হাফিজিয়া নামক এই মাদ্রাসা স্বীয় সুনাম অক্ষুন্ন রাখতে পারলে কুরআনের আলো ছড়ানোর কার্যক্রমে কালের সাক্ষি হয়ে থাকবে ইনশআল্লাহ। দুই পর্বের অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *