December 22, 2024, 6:12 am
কে এম শহীদুল সুনামগঞ্জ:
বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর সুনামগঞ্জ জেলার ভারতীয় সিমান্তবর্তী তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় শুরু হয়েছে চোরাকারবারীদের ভারতীয় মাদক, পাতা বিড়ি, ফরমালিন যুক্ত চিনি, কসমেটিকস এর রমরমা ব্যবসা। পাশাপাশি ইজারা বিহীন ধোপাজান নদীর পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের মহোৎসব। এক দিকে সরকারের পতন অন্য দিকে লুঠপাট? সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার বালু পাথর ও ভারতীয় পণ্য ব্যবসায় মরিয়াহয়ে উঠে পরেছে কিছু সিন্ডিকেট ও চোরাকারবারী বালুপাথর খেকোরা । এ যেন দেখার কেউ নেই? যার ফলে সাধারণ মানুষের কাছে বর্তমান অন্তর্ভুর্তকালীণ সরকারের যেমন মানহানি ঘটছে, অন্য দিকে প্রশাসনসহ রাজনৈতিক দল বিএনপি,জামাত,ও বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র সমাজের বদনামের ধারণা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মনে। কয়েকদিন সরেজমিনে অনুসন্ধানে গিয়ে দেখা যায় প্রতিদিন গভীর রাতে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিশ্বম্ভরপুর থেকে একের পর এক ভারতীয় পণ্য বোঝাই চিনিসহ মাদক ব্যবসায়ীদের পণ্য বোঝাই ট্রাক বের হচ্ছে । এবং ঐ সমস্ত অবৈধ পণ্য রাস্তায় রাস্তায় ছিনতাইকারীরা ঐ সমস্ত ট্রাক থেকে ভারতীয় পণ্য লুঠপাট করছে। একদিকে যেমন চোরাকারবারীরা লাগামহীন হয়ে উঠছে। অন্যদিকে ছিনতাইকারীদের সংখ্যা ও দিন দিন বাড়ছে। এছাড়াও ধোপাজান নদীর পাড় কেটে বালু ও পাথর উত্তোলনের কারনে সাধারণ নদীর পাড়ে বসবাসরত মানুষের বাড়িঘর নদীর গর্ভে বিলীন হতে চলছে। দ্রুত সময়ের মধ্যে আইন শৃংখলা বাহিনী এবং সুশীল সমাজের যৌথ উদ্যোগে ঐ সমস্ত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বলে মনে করেন সাধারণ মানুষেরা । সম্মিলিত প্রচেষ্টায় চোরাকারবারীদের অবৈধ ব্যবসা বন্ধ করতে আব্দুর জহুর সেতুর পাশে এবং ধোপাজান নদীর খালের মুখে আইন শৃঙ্খলা বাহিনী করা চেকপোস্ট বসানো প্রয়োজন। এমনটি আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমসহ সাধারণ মানুষেরা।#