নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলা সমাজসেবা অফিসের সৌজন্যে রোগী কল্যাণ সমিতি গোদাগাড়ী, রাজশাহীর তহবিল হতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত ২২জন শিক্ষার্থী ও সাধারণ জনগনকে মাথাপিছু নগদ ৫.০০০/ করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
শুক্রবার সকালে অর্থ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত, উপজেলা উপজেলা সমাজসেবা অফিসার মোহাঃ আব্দুল মানিক, কর্মচারীবৃম্দ, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা, শিক্ষার্থী, সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, আহত সকল শিক্ষার্থীকে ৫ হাজার করে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
মোঃ হায়দার আলী,
রাজশাহী।

Leave a Reply