পোরশায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের পদত্যাগ

পোরশা থানা প্রতিনিধিঃ- মোঃ তোফাজ্জল হোসেন

শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির উদ্দীন পদত্যাগ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ঐ দুই শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন।

জানা গেছে, শিক্ষক শফিকুল ইসলাম ও জহির উদ্দীন নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান দায়িত্বে থেকে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা করে আসছিলেন। এরই প্রতিবাদ করে আসছিলেন ঐ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত কয়েকদিন ধরে ঐ দুই শিক্ষকের পদত্যাগ দাবী করে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। অবশেষে গতকাল দুপুরে তারা পদত্যাগ করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *