রিপন ওঝা,মহালছড়ি।।
মহালছড়ি জোন অদম্য সাতান্ন কর্তৃক সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়িতে অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আজ ২২আগস্ট ২৪ বৃহস্পতিবার ত্রাণ বিতরন করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহ্রিয়ার সাফকাত ভূইয়া,পিএসসি উপস্থিতিতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ পেয়ে জনমনে স্বস্তি ফিরে এসেছে মোঃ দ্বীন মিয়া ও দয়াল চাকমা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, গত ০২ দিন ধরে আমরা পানিবন্দি, বাজারে যেতে পারছিলাম না। আজকে মহালছড়ি জোনের এই সহায়তা পেয়ে খুশি লাগছে।
পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোন নিজ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগ মোকাবেলাসহ দেশের আর্থ-সামাজিক এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে হতদরিদ্র মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় আছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
সরেজমিনে দেখা যায়, অতিবৃষ্টির কারণে চেঙ্গী নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হওয়ায় মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম, সাতঘড়িয়া, লেবুছড়ি, পাকিজাছড়ি, ১নং মহালছড়ি সদরে, মাইসছড়ি ও ক্যায়াংঘাটের নিম্নাঞ্চল এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় শতাধিক পরিবার।
Leave a Reply