ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক
ভারতীয় পানি আগ্রাসন ও আন্তর্জাতিক নদীতে বাঁধ দেয়ার প্রতিবাদে নলছিটিতে ছাত্র পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ আগষ্ট) সকালে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় থেকে মিছিল শুরু হয়ে সেলিম চত্বরে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশে ছাত্ররা ভারত বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
এসময় তারা বলেন, ভারত প্রতিবছরের মতো এবারেও বাঁধের পানি ছেড়ে বাংলাদেশে আকস্মিক বন্যার সৃস্টি করেছে। দেশের বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তারা অবিলম্বে সরকারকে ভারতকে দেয়া বিভিন্ন সুযোগ সুবিধা পূর্ণবিবেচনার আহবান জানান।

Leave a Reply