বন্যার্তদের পাশে সমাজের উচ্চবৃত্তদের দাঁড়াতে বিএনপি নেতা-আকবর হোসেন উদাত্ত আহ্বান

সুমন খান:

সিলেটে নোয়াখালি ফেনীসহ দেশের যে কয়টি জেলায় টানা বন্যা হচ্ছে সেই সকল জেলার স্থানীয় প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ নিজ নিজ স্ব-অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন রাজধানী মিরপুর শাহ আলী থানার বিএনপি নেতা আকবর হোসেন ।

এরই মধ্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি ডাঃ আউয়াল দলের প্রতিটি নেতাকর্মী যার যার নিজ অবস্থান থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মিরপুর শাহ আলী থানার বিএনপি নেতা আকবর হোসেন বলেন, বন্যা এ দেশে নতুন কোন ঘটনা নয়। প্রতিবছরই কোন না কোন এলাকা বন্যাকবলিত হয়। প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সিলেটসহ ১৩টি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে। এই ভারী বর্ষণে ঘরবাড়ি, ফসলের জমি, গবাদিপশুসহ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন এলাকার মানুষ। বন্যায় পানিবন্দি এলাকাগুলোতে খাদ্য, চিকিৎসা এবং আশ্রয়ের সংকট দেখা দিয়েছে৷ বিশুদ্ধ পানির তীব্র সংকট তৈরি হয়েছে৷

এক সপ্তাহ ধরে ভারি বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বিপর্যয়ের কবলে পড়েছে বন্যাকবলিত অঞ্চলের মানুষ।টানা বন্যার কারনে সিলেট ফেনী নোয়াখালী জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলাসহ নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বেশ কয়েকটি এলাকার রাস্তাঘাট এখন চলাচলের অনুপযোগী হয় পড়েছে। অনেক বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিশেষ করে অফিসগামী যাত্রী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা পানি পার হয়ে তাদের গন্তব্যস্থলে ছুটছেন।

রাজধানী মিরপুর শাহ্ আলী থানার বিএনপি নেতা আকবর বলেন এ অবস্থায় প্রতিটি জেলা ও সমাজের বিত্তবান লোকদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে আপনারা সকলে যার যার অবস্থান থেকে নিজ এলাকার সকল বন্যার্তদের প্রতি মানবতার হাত বাড়িয়ে দেবেন।আপনাদের একটু চেষ্টায় বন্যাদুর্গত এলাকার মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *