মংচিন থান তালতলী প্রতিনিধি ।।
বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা রুপান্তর আস্থা প্রকল্পের আওতায় তালতলী উপজেলা যুব ফোরামের আয়োজনে ২০শে আগস্ট মঙ্গলবার আরডিএফ প্রশিক্ষণ হলরুমে দেশের বর্তমান পরিস্থিতিতে এলাকায় শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও ধর্মীয় নেতা সহ বিভিন্ন শ্রেনী পেশার নাগরিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালতলী যুব ফোরামের সদস্য মোঃ লিমন গাজী। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব অমিত দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মি:রতন কুমার বিশ্বাস,উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি মি: সুভাষ মিত্র,রাখাইন সমাজ উন্নয়ন সংস্থা সিনিয়র সহ-সভাপতি মি:মংথিন জো, জেলা নাগরিক প্ল্যাটফরমের সদস্য মংচিন থান, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মাওলানা মো: আফজাল হোসাইন, মো: নজরুল ইসলাম লিটু, ইমাম সমিতির সভাপতি মাওলানা আ: রাজ্জাক,মোসাম্মৎ দলি বেগম প্রমূখ। সভায় বক্তারা উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে সমাজ শান্তি সম্প্রীতি ও সহনশীলতা বজায় রাখার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য উপস্থিত সবাই মিলেমিশে কাজ করার অংগীকার ব্যক্ত করেন। আরো উপস্থিত ছিলেন যুব ফোরামের ৩০ জন সদস্য। সহায়ক হিসেবে ছিলেন বরগুনা জেলা সমন্বয়কারী মোঃ খলিলুর রহমান ও ফিল্ড অফিসার কোহিনুর বেগম।
মংচিন থান
তালতলী প্রতিনিধি ।।

Leave a Reply