মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ উপলক্ষে রেলী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম আযমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ, সাবেক সভাপতি মাজারুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক (ভারঃ) ইখতিয়ার উদ্দিন নিপন ভূইয়া, সদস্য সচিব নিপু সরকার, পৌর বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনারুল ইসলাম মিলন,সদস্য সচিব আব্দুল গফ্ফার, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল প্রামাণিক,থানা সদস্য সচিব মতিউর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ আহমেদ, থানা ছাত্রদলের আহবায়ক রিয়াল মণ্ডল প্রমূখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি রেলি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply