মোঃ হামিদার রহমান নীলফামারী: এক দফা এক দাবি এই প্রতিপাদ্য কে সামনে রেখে
নীলফামারীর ডিমলা উপজেলাধীন ১নং পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ারুল হক সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছে পশ্চিম ছাতনাই ইউনিয়নের সাধারণ জনগণ। মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের ঠাকুরগঞ্জ হাট/বাজারে এই মিছিল থেকে তার পদত্যাগের আহ্বান জানান ইউনিয়নবাসী। এর আগে সকাল ১১.০০ ঘটিকায় ইউপি কার্যালয়ে এলাকাবাসী তালা লাগিয়ে দিয়েছিল। ইউনিয়নবাসীর অভিযোগ আনোয়ারুল হক সরকার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাৎ করেছেন। তিনি পশ্চিম ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান হয়েও নিজ ইউনিয়নে তাকে পাওয়া যায় না। তিনি অন্য ইউনিয়নে তাঁর শ্বশুর বাড়িতে থাকেন। ইউনিয়নবাসী তার কাছ থেকে কোন ধরনের সেবা পান না। ইউনিয়নের গ্রাম্য বিচার সালিশ বা গ্রাম্য আদালত তিনি কোন দিনও করেন নি। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও আসতেন না। উল্লেখ্য, তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Leave a Reply