নড়াইলে মাসিক কল্যাণ সভায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার গ্রহণ

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার গ্রহণ। পুলিশ সুপার-নড়াইল দিকনির্দেশনায়। অফিসার ইনচার্জ, ছাব্বিরুল আলম জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) তত্ত্বাবধানে, এস আই ফারুক হোসেন নেতৃত্বে। এ এস আই- মাফুজ, কং সুপিয়ান, সুব্রত, ফয়সালদের সহযোগিতায়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, সোমবার নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায়। জেলা গোয়েন্দা শাখা কর্তৃক শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার (যৌথভাবে) নির্বাচিত। মাসিক কল্যাণ সভায় জুলাই/২৪ মাসের নড়াইল জেলার মাদক উদ্ধারকারী শ্রেষ্ঠ টিম নির্বাচিত হওয়ায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ নড়াইল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাত থেকে পুরস্কার গ্রহণ টিমের প্রত্যেকটা সদস্যর। নড়াইলে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার গ্রহণ। অপরদিকে নড়াইল জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায়। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা-নড়াইল তত্ত্বাবধানে। এস আই আলী, ফিরোজ,ফারুক নেতৃত্বে, নড়াগাতি থানার নিয়মিত ডাকাতি মামলার আসামি গ্রেফতারের চেষ্টা কালে-একই দিনে উক্ত ডাকাত দল কর্তৃক ডাকাতি সংগঠনকালে ডাকাতদলকে গ্রেফতার এবং ডাকাতি করা মালামাল উদ্ধার। উক্ত কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার নিকট থেকে পুরস্কার গ্রহণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *