গোদাগাড়ীতে আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, কোটা সংস্কার আন্দোলনে ২২ আহত শিক্ষার্থীকে আর্থিক সাহায্যের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা, যৌতুক, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগষ্ঠ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হায়াত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, ভাইস চেয়ারম্যান সফিকুল সরকার, সহকারী কমিশনার ( ভূমি) মোঃ জাহিদ হাসান, গোদাগাড়ী মডেল থানার ওসি মোঃ আতাউর রহমান, রাজশাহী জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহাদুল হক, ওয়ার্কস পাটির জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, রিশিকুল ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, চর আষাদিয়াদহ ইউপি চেয়ারম্যান আসরাফুল ইসলাম, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সিনিয়ার সাংবাদিক, কলামিষ্ট মোঃ হায়দার আলী, সুসিবিভিওর কর্মকর্তা নিরাবুল ইসলাম নিরব, গোদাগাড়ী প্রেস ক্লাবের সভাপতি এবিএম কামারুজ্জামান বকুলসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দপ্তরের প্রধানগণ সুধিজন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হায়াত বলেন, গত ৫ আগষ্টের পর থেকে এখন আইন শৃঙ্খলা অনেক ভাল। গোদাগাড়ী ২২ জন কোটা সংস্কার আন্দোলনে আহত হয়েছে তাদেরকে সাহায্য করা প্রয়োজন। উপজেলা পরিষদ, সমাজ সেবা অধিদপ্তর, পুলিশের পক্ষ থেকে সাহায্য দেয়ার ব্যবস্থা করা হবে। এক শ্রেণীর অতি উৎসায়ী মানুষ, পুকুরের মাছ লুট, জমি দখল, বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাংচুর, রাস্তা বন্ধ করে দেয়া, শিক্ষা প্রতিষ্ঠানে একজন গ্রুপ, অন্য গ্রুপের মাঝে উত্তেজনা সৃষ্টি করছে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। আইন শৃঙ্খলার অবনিতি করার চেষ্টা করলে, আইন হাতে তুলে নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ট্রাফিক পুলিশকে দুর্ঘটনা রোধে ভিতরের রাস্তা বাদ দিয়ে মহাসড়কে বেশী দায়িত্ব পালনের নির্দেশ দেন। প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির সাথে দ্বন্দ্বের জন্য কিছু কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতির সম্ভাবণা থাকলে সেখানে সর্তকতার সাথে হ্যান্ডেলিং করতেপ্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশনা দেন। চুরি, ডাকাতী এখন নেই বললে চলে আগামী ১৫ দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে।

গোদাগাড়ী মডেল থানার ওসি আতাউর রহমান বলেন, কোন অশান্তি চাই না সবাইকে নিয়ে ভাল থাকে চাই। যারা পুকুরের মাছ চুরি, লোকের গরু নিয়ে এসে জবাই করে খেয়েছেন, জমি দখল করছেন, অন্যের বাড়ী ঘর ভ্যাংচুর করেছেন, শিক্ষা প্রতিষ্ঠিনের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এদের ব্যপারে জিরো টলারেন্স। থানার দুটি হোন্ডা এখনও হারিয়ে আছে কারো কাছে কোন খোঁজ থাকলে আমাদের জানাবেন। কিভাবে উদ্ধার করা যাই সে ব্যপারে পরামার্শ থাকলে দিবেন। এসব কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে মাদক নিয়ে কাজ করতে পারিনি। আগামীতে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। কারো জানমালের ক্ষতি করার চেষ্ট করবেন না। তিনি আরও বলেন, ২২ জন আহত শিক্ষার্থী যার যেমন খরচ হয়েছে প্রত্যেককে পুলিশের পক্ষ কিছু আর্থিক
সাহায্য দেয়ার আশ্বাস প্রদান করে।

মোঃ হায়দার আলী
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *