বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে- ইদ্রিস মিয়া

মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি ইদ্রিস মিয়া বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আগামী প্রজন্মকে যোগ্যতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অবশ্যই মাদ্রাসা শিক্ষার প্রতি আকৃষ্ট করতে হবে। কেননা মাদ্রাসা শিক্ষার্থীরা একাধিক বিষয়ে শিক্ষা অর্জনের সুযোগ পেয়ে থাকে। সুতারাং ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষা এবং সমসাময়িক শিক্ষা অর্জনের মধ্যদিয়ে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সক্ষম।
তিনি শনিবার পটিয়া বায়তুশ শরফ শাহ্ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মাওলানা সওয়ার হোসাইন রাশেদীর সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কাজী মাহবুবুর রহমান, এস এম আরিফুজ্জামান, কাজী সাইফুদ্দিন, শেখ মুহাম্মদ হোসেন চৌধুরী, নাজমুন নাহার, আকলিমা আক্তার, মো. তসলিম চৌধুরী, মো. আবু কাউছার, শাহ জাহান, হাফেজ রফিক বিন হোসাইন, মাওলানা মুহাম্মদ তাহের প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *