গণহ*ত্যার বিচার দাবিতে সুজানগরে বিএনপির বিশাল সমাবেশ

এম এ আলিম রিপন ঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে সুজানগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এন এ কলেজ মাঠে শনিবার পৌর বিএনপির আহ্বায়ক কামাল হোসেন বিশ^াসের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। অন্যদের মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ¦ এবিএম তৌফিক হাসান, সুজানগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক ও রাণীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহাতাব আলী মৃধা, বেড়া উপজেলা বিএনপি নেতা আব্দুল গনী ফকির,সুজানগর পৌর বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন বিশ^াস, উপজেলা কৃষকদলের আহ্বায়ক শাহজাহান আলী শেখ,সদস্য সচিব আব্দুল মজিদ মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দীর্ঘ ১৫ বছর ধরে জনগণকে কোনঠাসা করে রেখেছিল। তাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। বাংলাদেশের জনগণ স্বাধীন দেশে স্বাধীন হিসেবে মুক্ত হয়েছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে নতুন ভাবে গঠন করার এখনই সময়। এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ও সকল ধর্মের মানুষের সম্প্রীতির সমাজ গড়তে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সমাবেশ পরবর্তীতে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য ও শেখ হাসিনার নির্দেশে কোটা আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণে যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *