আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর ও ছাত্র আন্দোলনে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায দোয়া ও আলোচনা

শেখ সাইফুল ইসলাম কবির. বিশেষ প্রতিনিধিআন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও সাবেক এমপি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণ মোরেলগঞ্জের ১৫নং সদর ইউনিয়নে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ আগাস্ট) বিকেলে বাদুরতলা বিশারীঘাট এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ নং মোরেলগঞ্জ ইউনিয়নের সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।

১৫ নং মোরেলগঞ্জ সদর ইউনিয়ন জামায়াত সভাপতি মোস্তফা আল মাহমুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে আমীর মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াতে নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর আমীর অধ্যাপক রফিকুল ইসলাম, ডাক্তার রেজাউল করিম সহকারী সেক্রেটারি মোরেলগঞ্জ পৌর, মোরেলগঞ্জ পৌর ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা হারুন অর রশিদ, মোরেলগঞ্জ সাবেক উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শফিউল আজম, মোরেলগঞ্জ ইউনিয়ন যুব জামায়াত সভাপতি নাঈম আহমেদ প্রমুখ।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *