সুজানগর(পাবনা)প্রতিনিধি ঃ সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি সামাজিক স্থিতিশীলতা রক্ষায় জনস্বার্থে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সুজানগর উপজেলা জামায়াতের উদ্যোগে শনিবার এ লিফলেট বিতরণকালে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন, সেক্রেটারী টুটুল হোসাইন বিশ্বাস, পৌর নায়েবে আমীর রফিকুল ইসলাম খান, পৌর আমীর অধ্যাপক ফারুক-ই-আযম,সেক্রেটারী মাওলানা আব্দুল মমিন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল মমিন ও সেক্রেটারী সাগর উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বলেন, মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। হাসিনা সরকাররের পতন পরবর্তী সময়ে একটি স্বার্থান্বেসী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমতাবস্থায় সম্প্রীতির সুজানগরের স্থিতিশীলতা বজায় রাখতে জনস্বার্থে সচেতনতামূলক এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply