ঝালকাঠি প্রতিনিধিঃ মোঃ নাঈম মল্লিক
দেশের বর্তমান পরিস্থিতিতে জেলার সর্বাত্মক শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। ঝালকাঠির নলছিটি উপজেলার ৬ নং কুশঙ্গল ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মানপাশা বাজার প্রাঙ্গণে বিকাল ৩ টা থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে।
এ সভায় বক্তব্য রাখেন কুশঙ্গল ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক রিয়াজ হোসেন,স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইফুল ইসলাম, যুবদল নেতা ফয়সাল হোসেন, দুলাল খান,শহিদুল ইসলাম,তাতীদল সভাপতি রুস্তম আলী হাওলাদার, কুশঙ্গল ইউনিয়ন পূজা কমিটির সভাপতি শঙ্কর আচার্য্য।
নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন শাহিন।
বৈরী আবহাওয়ার কারনে বক্তব্য দিতে পারেননি অসংখ্য নেতৃবৃন্দ।
এসময়ে ঝালকাঠী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন।
ঝালকাঠি জেলার সর্বস্তরের নেতাকর্মীরা নির্যাতিত নিপিড়ীত নির্বাসিত তা সত্ত্বেও সবকিছু সহ্য করে ঝালকাঠী জেলার সকল নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে পিছু হটেনি।
ছাত্রজনতা ও সর্বদলীয় গনভ্যুথ্যানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। কিন্ত আমাদের নেতা তারেক রহমান কোন প্রকার সহিংসতা বা অন্যায় থেকে বিরত থাকতে বলেছেন।
আমরা দলের দেয়া নির্দেশনা সবাই মেনে ঝালকাঠি জেলায় শান্তিপ্রিয় সহাবস্থান করছেন। কিন্ত শেখ হাসিনা ওপাড়ে বসে বাংলাদেশ কে আবার অশান্ত করার পায়তারা করছে। আমরাও রাজপথে থেকে স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনীকে প্রতিহত করবো। কোন ভাবে সহিংসতা আমরা করবো না। সংখ্যালগুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। দলের মধ্যে কোন নতুন সদস্য যুক্ত করা যাবে না।
উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আজাদুর রহমান খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, বিএনপি নেতা এ্যাডভোকেট নাসিমুল হাসান, নলছিটি বিএনপির সভাপতি এ্যাডভোকেট আনিসুর রহমান হেলাল, সাধারন সম্পাদক সেলিম গাজী, জেলা ছাত্রদলের সভাপতি গিয়াস সরদার দীপু, উপজেলা ছাত্রদল নেতা ইমরান সরদার হিরু,সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা এবং জেলার বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
সারাদিন বৈরী আবহাওয়া উপেক্ষা করে মতবিনিময় সভা পরিনত হয় জনসভায়। দীর্ঘ ১৭ বছর পরে এমন জনসভা করতে পেরে উচ্ছাসিত নেতাকর্মীরা।
Leave a Reply