খলিলুর রহমান খলিল , নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল-কলেজ ও বাড়ির দেয়ালে বিভিন্ন ধরনের স্লোগান লেখা হয়। তবে সেই দেয়ালগুলোতে এখন শিক্ষার্থীদের রঙ-তুলির আঁচড় পড়েছে, পাল্টে গেছে দেয়ালের চিত্র। রংপুরের তারাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন দেয়াল বদলে গেছে চিত্রাংকনে।
স্কুল-কলেজের শিক্ষার্থীরা দেয়াল লিখনে ব্যস্ত সময় পার করছেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার কুর্শা ইউনিয়নের সড়ক সংলগ্ন তারাগঞ্জ ও /এ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালগুলোতে বিজয় উল্লাসের বিভিন্ন গ্রাফিতি আঁকতে দেখা যায় শিক্ষার্থীদের। দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে তারাগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে অন্যরূপে সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা দেয়ালে লিখনে অংশ নেয়।
Leave a Reply