মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টার।।
পটিয়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯ তম জম্ম বার্ষিকী, সাম্প্রতিক বৈষম্যহীন ছাত্র আন্দোলনে শহিদ ছাত্রদের স্মরণে দোয়া মাহফিল ও মুনাজাত অনুষ্ঠিত হয়। পটিয়া বায়তুশ শরফ কমপ্লেক্সে শুক্রবার ১৬ অগাস্ট বিকেলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে পটিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ। বিএনপি নেতা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মো: ইদ্রিচ মিয়া। বক্তব্য রাখেন শ্রমিক দলে উপজেলা সভাপতি আবু জাফর চৌধুরী, বিএনপি নেতা কলিম উল্লাহ, নুরুল হক মেম্বার, বিশিষ্ট্য সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী মো: সৈয়দ, হাজী দীন মোহাম্মদ, শাহ আলম,আবুল কাশেম, মো; শওকত, এস এম সুমন, মো: শাহজাহান, গিয়াস উদ্দীন, নুরুল আলম মামুন, সেলিম মাস্টার, মো: রফিক, যুবদল নেতা রুবেল প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি আলহাজ¦ ইদ্রিচ মিয়া বিগত দিনে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনে যারা কারাবরন করেছে, গুম ও খুনের শিকার হয়েছে তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন ছাত্র জনতার এই আত্মত্যাগের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি তাকে ধরে রাখতে হবে। কেউ যাতে সন্ত্রাস ও চাঁদাবাজি করতে না পারে সেজন্য দলের নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। তিনি বেগম জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূনরুদ্ধারের আন্দোলনে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। ইদ্রিচ মিয়া বলেন, আমরা ১৯৭১ সালে যে স্বাধীনতা পেয়েছি তা হরণ করেছিল শেখ মুজিবুর রহমান আর ১৯৯০ সালে যে গণতন্ত্র পেয়েছি তা হরণ করেছিল তার কন্যা শেখ হাসিনা।
আজ দেশে একনায়কতন্ত্রের কবর রচনা করেছে আমাদের বীর সন্তানেরা। তাদের মাধ্যমে এদেশে বৈষম্যমূক্ত রাষ্ট্র গড়ে ওঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথি ইদ্রিচ মিয়া বলেন, আজ ব্যাংকে টাকা নেই। ১ লক্ষ টাকার বেশি গ্রাহককে টাকা দিতে পারছেনা ব্যাংকগুলো। এসব ব্যাংকের এই অবস্থা ছিলনা। ব্যাংক গুলো লুটপাট করে সরকার দেউলিয়া করে দিয়েছে। তিনি বেগম জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং শহিদ ছাত্রদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফ মসজিদের খতিব মাওলান সারোয়ার হোসাইন।

Leave a Reply