মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না হুশিয়ারি বিএনপির

নাজিম উদ্দিন রানা:লক্ষ্মীপুরে মাসিক উন্নয়ন সভায় ‘অবৈধ’ জনপ্রতিনিধিদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছে বিএনপি। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের উদ্দেশ্য প্রেস ব্রিফিং করে জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু জোরালো ভাবে এমন হুশিয়ারি দেন।

বিএনপি নেতা সাহাব উদ্দিন বলেন, ভোট ছাড়াই এ সরকার জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে জনপ্রতিনিধি বানিয়েছে। এরা জনগণের ভোটে নির্বাচিত নয়। এরা ‘অবৈধ’ জনপ্রতিনিধি। রোববার (১৮ আগস্ট) লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে উন্নয়ন সভা রয়েছে।

সেখানে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। আমরা (বিএনপি) সকাল ৮ টা থেকে ডিসি অফিসের সামনে অবস্থানসহ মানববন্ধন কর্মসূচি পালন করবো।ডিসি অফিসে অবৈধ কোন জনপ্রতিনিধিকে ঢুকতে দেওয়া হবে না।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের পদচ্যুত করতে হবে। তাদের পরিবর্তে সরকারের দেওয়া প্রজ্ঞাপন অনুযায়ী চেয়ারম্যান-মেয়রদের পরিবর্তে সরকারের প্রতিনিধিরা দায়িত্বে থাকবে। না হয় পুনরায় নির্বাচন দিতে হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *