মিজানুর রহমান মিলন,
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :
“আমাদের রাষ্ট্র সংস্কার থেকে শুরু করে সমাজ সংস্কার ” এর অংশ হিসাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষুদ্র প্রয়াস হিসাবে
সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরুল ইউনিয়নের কুন্দইশ গ্রামের মোঃ নাহিদুল ইসলাম নাহিদ (রাজশাহী বিশ্ববিদ্যালয়) শাজাহানপুর উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত সংগঠন (UMESAS) এর প্রতিষ্ঠাতা সদস্য) এর উদ্যোগে সামাজিক কল্যাণমূলক কাজ হিসেবে গত সোমবার (১২আগষ্ট) আমরুল ইউনিয়নের পরাণবাড়িয়া বাদশার মিল ঘর থেকে শুরু করে নারচি ব্রিজ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক দেশজ ও ভেষজ উদ্ভিদ রোপন করেন।
এছাড়াও জেমস (রাজশাহী বিশ্ববিদ্যালয়), ইমামুল হক (সরকারি আজিজুল হক কলেজ), আলামিন (বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট), আবু সাইম ( সৈয়দ আহম্মেদ কলেজ) সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির মাধ্যমে এবং এলাকার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্হিত থেকে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছেন।
সরেজমিনে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীদের প্রতি এলাকার সাধারণ মানুষদের যে আস্হা নিঃসন্দেহে সেটা অনেক প্রশংসার দাবীদার এবং এলাকার কৃষক, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার মানুষ ছাত্রদেরকে সহযোগিতা করেন এবং তাদের সামাজিক কল্যাণমূলক কাজ হিসেবে এ উদ্যেগকে সাধুবাদ জানান।
এ সময় অনেক মানুষকে বলতে শোনা যায়, এ নতুন তরুণ প্রজন্মদের হাত ধরেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে ইনশাআল্লাহ ।
Leave a Reply