পটিয়া প্রেসক্লাব এর মাসিক সভায় বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে

পটিয়া প্রতিনিধি: পটিয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫ আগষ্ট নোঙর রেস্টুরেন্টে বিকেলে পটিয়া প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি এটিএম তোহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কাদের এর পরিচালনায় বক্তব্য রাখেন পটিয়া প্রেসক্লাব সহ-সভাপতি শফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আনম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন, কার্যকরী সদস্য রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নিরব, শহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, নোভেল বিজয়ী চট্টগ্রামের কৃতি সন্তান অর্থনীতিবিদ ডক্টর মুহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে বাংলাদেশ শ্রীঘ্রই একটি বৈষম্য মুক্ত ও গনতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং পটিয়া প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম এর রোগ মুক্তি কামনা দোয়া করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *