December 21, 2024, 4:19 pm
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে “রেজিস্টান্স উইক” রোডমার্চ কর্মসূচি পালন করেছে। ঝিনাইদহ শহরের পায়রা চত্তর থেকে রোডমার্চটি কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সম্বনয়ক মনির হোসন মানিক জানান, অন্তর্বতীকালীন সরকারে কাছে ৪ দফা দাবি জানাতে আমরা একত্রিত হয়েছি। এছাড়াও ফ্যাাসিবাদী সরকার রাষ্ট্র কাঠামোকে ব্যবহার করে ছাত্রদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা দ্রæততম সময়ে ট্রাইবুন্যাল গঠন করে বিচারের আওতায় আনতে হবে। পালাতক হাসিনার আওয়ামী সন্ত্রাস বাহিনী সংখ্যালঘুদের বাড়ি ভাঙ্গচুরের নামে লুটপাট ও সহংিসতা করছে। তদন্ত করে অবিলেম্ব তার বিচার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সদস্য শারমিন সুলতানা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আইন শৃংখলা বাহীনির যে সকল সদস্য হত্যায় মদদ দিয়েছিল তাদেরকে চাকরীচ্যুত করে বিচারের আওতায় আনতে হবে। এ ছাড়াও প্রশাসন ও বিচার বিভাগে ফ্যাসিষ্ট সরকারের আমলে বৈষম্যে শিকার সকলকে সুযোগ দিয়ে যোগ্য প্রশাসন গড়ে তুলতে হবে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক রতœা খাতুন, তানাইম , তৈাফিক, ইমরান, করোবি, রাহুল ও রিপনসহ অনেকে উপস্থিত ছিলেন।
আতিকুর রহমান
ঝিনাইদহ